শাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনাকারী ৪ ছাত্র সাময়িক বহিষ্কার
Comments are closedশিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৪ কর্মীকে। দুপুরে প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারের এই আদেশ দেয়। বহিষ্কৃতরা হলো, পরিসংখ্যান বিভাগের ধনী রাম রায়, রাজনীতি অধ্যয়ন বিভাগের আবদুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের আরিফুল ইসলাম আরিফ এবং জাহিদ হোসেন নাঈম। একই ঘটনায় গতরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। এদিকে, উপাচার্য ড. আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কালো ব্যাজ ধারণ করে র্যালি ও সমাবেশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা।