শাহদাত ফের কারাগারে
Comments are closedগৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের পেসার শাহদাত হোসেন রাজীবকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে শুনানী শেষে মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন। একই মামলায় শাহদাতের স্ত্রী জেসমিন জাহান নৃত্যও কারাগারে রয়েছেন।