শিক্ষকদের বেতন সমস্যা শিগগিরই সমাধান হবে: শিক্ষামন্ত্রী
Comments are closedআলোচনার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পৃথক বেতন কাঠামো ও পদমর্যাদা সংক্রান্ত সমস্যা শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিগগিরই শিক্ষকদের সমস্যা সমাধান হবে। সমস্যা সমাধানে এরইমধ্যে সরকারও একটি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।