শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও নজরদারিতে : শিক্ষামন্ত্রী
Comments are closedজঙ্গি সংশ্লিষ্টতা বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় জঙ্গি ইস্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির নেয়া সিদ্ধান্ত যথার্থ নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।