শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্যের কারণে ফলাফল বিপর্যয়: বিএনপি
Comments are closedরাজনৈতিক অস্থিরতা নয় বরং শিক্ষা ব্যবস্থায় সরকারের নৈরাজ্যের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয় হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক নিয়োগে বাণিজ্য ও ছাত্রলীগের অপকর্মের জন্যই এমন ফলাফল হয়েছে। চিকিৎসার জন্য আগামী দু’য়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য যাবেন বলেও জানান রিপন। সেখানে এক সপ্তাহ বা ১০ দিন অবস্থান করতে পারেন খালেদা জিয়া।