শিগগিরই আসছে না অস্ট্রেলিয়া: বিসিবি
Comments are closedঅস্ট্রেলিয়া আসতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও এবছর আর সে সম্ভবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, চলতি বছর অস্ট্রলিয়া ক্রিকেট দল আসতে না পারলেও পরে আসতে পারে। তবে নভেম্বরে জিম্বাবুয়ে দল টি-টুয়েন্টি এবং ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তিনি। এছাড়া, দুবাইয়ে আইসিসির সভায় ফিউচার ট্যুর প্রজেক্ট-এফটিপিতে বাংলাদেশের খেলা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান জালাল ইউনুস।