শিশুর মস্তিষ্কের টিস্যু জিকা ভাইরাস ধ্বংস করে
Comments are closedভ্রুণ বা সদ্যজাত শিশুর মস্তিষ্কে যে ধরনের টিস্যু পাওয়া যায় তা জিকা ভাইরাস ধ্বংস করে বলে গবেষণায় বেরিয়ে এসেছে। সম্প্রতি একটি গবেষণার ফলাফল একথা জানিয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ সদ্য প্রকাশিত ওই গবেষণা থেকে জানা যায়, গত এক/দেড় বছরে ব্রাজিলে জিকা ভাইরাসের দৌলতে কম করে হাজার পাঁচেক শিশু জন্মেছে, যাদের মাথা হয় বিকৃত বা তারা অপরিণত মস্তিষ্কের শিকার।