শিশু নির্যাতনকারীদের কোন ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী
Comments are closedশিশুদের উপর নির্যাতনকারীদের কোন ছাড় দেয়া হবে না সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ রাসেলের ৫১ তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের কালরাতে ঘাতকের বুলেট নিষ্পাপ শিশু রাসেলকেও রেহাই দেয়নি। তাকেও কেড়ে নিয়েছে। আর যেন কোনো শিশুর ভাগ্যে এমন ঘটনা না ঘটে সেটাই আমাদের কাম্য। সেজন্য প্রত্যেক শিশুর নিরাপদ বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।