শিশু রাজন হত্যা: মামলার সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু
Comments are closedসিলেটে শিশু রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে দুই ম্যাজিজট্রেটসহ ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে।