শিয়াদের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
Comments are closedপুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। দুপুরে নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এসময় তিনি, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেনি। তিনি বলেন, আর এ ষড়যন্ত্রের কারণে বিভিন্ন হত্যাকন্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।