শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন
Comments are closedভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদি রোডের শ্মশানে সকালে তার দাহ সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এসময় প্রণব মুখার্জি, তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজিৎ, ইন্দ্রজিৎ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর নাজিব জং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে সকালে শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ এবং নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি ভারতের রাজধানীতে রাষ্ট্রপতি ভবনে যান। সংক্ষিপ্ত এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। শুভ্রা মুখার্জী মঙ্গলবার সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেন।