শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই
Comments are closedআজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই। ভারতের নাগপুরে বেলা সাড়ে ৩টায় গ্রুপ বি’র প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে হংকং। একই মাঠে রাত ৮টায় আফগানিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দু’টি খেলাই সরাসরি দেখা যাবে মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ওয়ানের পর্দায়। বাছাইপর্বে অংশ নিতে এরইমধ্যে ধর্মশালায় পৌঁছেছে মাশরাফি বাহিনী। আগামীকাল গ্রুপ এ’তে নিজেদের প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় নেদারল্যান্ডস’র বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৫ই মার্চ নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই।