শুরু হয়েছে তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো
Comments are closedরাজধানীর সোনারগাঁও হোটেলে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মার্কিন পণ্যের প্রদর্শনী ২৪ তম ইউএস ট্রেড শো। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি অর্থবছরে সাত বিলিয়ন মার্কিন ডলার উন্নিত সহ ভবিষ্যতে এ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে এসময় আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনদিন ব্যাপী এ প্রদর্শনী সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত । মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে।