শেখ হাসিনাকে নিয়ে পাকিস্তানে আপত্তিকর প্রতিবেদন প্রকাশ
Comments are closedপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি আপত্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা। গতকাল পত্রিকাটির এক প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘ইজ হাসিনাস বাংলাদেশ অ্যাট ওয়ার উইথ ইটসেল্ফ অর পাকিস্তানি-লাভার্স? প্রতিবেদনটি লিখেছেন পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক নাভিদ আহমেদ। প্রতিবেদনে তিনি লিখেছেন, গত তিন বছরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ৫শর বেশি মানুষ নিহত হয়েছেন। ১৯৭৪ সালের ৯ এপ্রিল ঢাকা, ইসলামাবাদ এবং নয়া দিল্লির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি শেখ হাসিনা ভঙ্গ করছেন বলেও প্রতিবেদনে দাবি করেন নাভিদ।