শেষ মুহুর্তে জমজমাট জেন্টস পার্লার
Comments are closedসনাতন ধ্যানধারণা ভেঙ্গে নরসুন্দর কথাটি এখন পেয়েছে এক নতুন মাত্রা। যেখানে শুধু চুল কাটা নয়, সঙ্গে ত্বকের যত্নও পাচ্ছে সমান গুরুত্ব। ঈদকে সামনে রেখে সাধারণ সেলুন থেকে অভিজাত জেন্টস পার্লার পর্যন্ত সবখানে এখন ছেলেদের ভিড়। উৎসবের দিনে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চান সকলেই। আবহাওয়া ও আধুনিকতা- এ দুয়ের সমন্বয়ে এখন ছোট চুলের স্টাইলের দিকেই বেশি ঝুঁকছে ছেলেরা। পাশাপাশি একটু বড় চুলের ক্ষেত্রে লেয়ার ও হাইলাইট করছেন অনেকেই। পারসোনা, হেয়ারোবিক্স, ফেসওয়াশের মত রাজধানীর অভিজাত জেন্টস পার্লারগুলোয় নতুন হেয়ারস্টাইলের সঙ্গে পুরুষদের ত্বকের জন্য বিভিন্ন ধরনের ফেসিয়াল ও স্কিন ট্রিটমেন্টও করা হচ্ছে। চেহারায় বাড়তি উজ্জলতা আনতে ব্লিচ, গোল্ড, হারবালসহ বিভিন্ন দামের এসব ফেসিয়ালের চাহিদাও বেশ। আবার মেনিকিউর, পেডিকিউর, বডিম্যাসেজ, ফুট ম্যাসেজ, পিয়ারসিং, ট্যাটু এসবও করাচ্ছেন কেউকেউ। শুধু বড়রাই নয়, ঈদে পছন্দসই চুলের কাট দিতে অনেক অভিভাবক নিয়ে এসেছেন শিশুদেরও। সময়ের সাথে সাথে বেড়েছে পুরুষদের সৌন্দর্য সচেতনতা। ঈদ বা যে কোন অনুষ্ঠান ও উপলক্ষকে সামনে রেখে সেই চাহিদাকে পূরণ করে চলেছে এই জেন্টস পার্লারগুলো।