শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্টের যুগ
Comments are closedআজ থেকে শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্টের যুগ। আগামীকাল থেকে বিশ্বের কোনো বিমানবন্দরে হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করা হবে না। ফলে যাদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি নেই, তারা হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা জানায়, এখন পর্যন্ত প্রায় দুই লাখ প্রবাসীর হাতে এমআরপি পৌঁছানো সম্ভব হয়নি। তবে কেউ যদি হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ থেকে আসতে চান, তবে তিনি তাৎক্ষণিকভাবে মিশন থেকে একটি পাসপোর্ট বা ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে পারবেন।