শোলাকিয়ায় ৩ স্তরের নিরাপত্তা বলয়
Comments are closedকিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার পর এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের এ সর্ববৃহৎ ঈদগাহ ময়দান ঘিরে র্যাব-পুলিশের পাশাপাশি এবার বিজিবি মোতায়েনের মাধ্যমে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, ঈদুল আজহার জামাতের দিন শোলাকিয়া মাঠ ও আশপাশ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে এবারের ঈদের জামাতের মাঠের ভেতরে ও বাইরে থাকছে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তাবাহিনীর সাদা পোশাকের সদস্যরা। আর্চওয়ের মধ্যদিয়ে সামনের দুটি গেটে মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হবে। এছাড়াও থাকছে অসংখ্য সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ব্যবস্থা।