শ্রমিক নেয়ার চুক্তি বাতিল বিষয়টি বাংলাদেশকে জানায়নি মালয়েশিয়া ‘
Comments are closedমালয়েশিয়া থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা বাতিল হলেও বাংলাদেশকে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন্নাহার। সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এ বিষয়ে মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে সরকার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে জানান তিনি। গেল ১২ মার্চ নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি স্থগিত করে দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।