শ্রমিক হত্যার দায়ে সহকর্মীর মৃত্যুদণ্ড
Comments are closedগাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিককে হত্যার দায়ে তার সহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। সকালে জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় দেন। চার বছর আগে উপজেলার একটি স্পিনিং মিল থেকে মাসুদ মিয়া নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে কারখানার কর্মী আব্দুল হালিমকে আটক হলে সে হত্যার দায় স্বীকার করে।