শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করেছে সরকার
Comments are closedবছরে দুটি উৎসব ভাতার বিধান রেখে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে, রফতানিমুখী শিল্পের আয়ের শূন্য দশমিক ০৩ শতাংশ দিয়ে মালিক-শ্রমিকদের জন্য একটি তহবিল গঠনের কথাও বলা হয়েছে বিধিমালায়। তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা ট্র্যাজেডির পর আন্তর্জাতিক মহলের অসন্তোষের মুখে ২০১৩ সালের ১৫ জুলাই শ্রম আইন সংশোধন করে সরকার। তবে বিভিন্ন জটিলতার কারণে দাবি উঠে বিধিমালা প্রণয়নের। এদিকে, শ্রম বিধিমালা প্রকাশ হওয়ায় সন্তোষ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।