শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রানিল ভিকারামাসিং !
Comments are closedশ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রানিল ভিকারামাসিংহে। দুপুরে দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে জানা যায়, পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য এককভাবে প্রয়োজনীয় ১১৩টি আসন পায়নি কোন দলই। তবে রানিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি এগিয়ে থাকায় সরকার গঠনের সম্ভাবনা তারই বেশি। ফলাফল ঘোষণার পর বিবৃতির মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলকে জোট সরকার গঠনে অংশ নেওয়ার আহবান জানান রানিল ভিকারামসিংহে। এদিকে, নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন অপর প্রার্থী মাহিন্দ্রা রাজাপাক্ষে।