ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু
Comments are closedষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকের বোল,কাঁসার ঘণ্টা,শাঁখের ধ্বনিতে দেবী দুর্গার বোধন উদযাপন করা হয়। দূর্গা পূজা উপলক্ষে এক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এদিকে সারাদেশে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সকালে বনানীর পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।