ষড়যন্ত্র করতেই লন্ডনে যাচ্ছেন খালেদা: স্বাস্থ্যমন্ত্রী
Comments are closedবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করতেই লন্ডনে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান। শোকের মাস আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকসহ মহাজোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।