সংকট নিরসনে লিবিয়ায় জাতীয় ঐক্যের ঘোষণা
Comments are closedচলমান সহিংসতা নিরসনে লিবিয়ায় জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বার্নারদিনো লিও। দেশটির প্রধান দুই বিরোধিদলের মধ্যে আলোচনা শেষে গতকাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন ফায়েজ সাররাজ। তার অধীনে দেশটির পূর্ব, পশ্চিম এবং দক্ষিণাংশ পরিচালনার জন্য থাকবেন তিন জন ডেপুটি প্রধানমন্ত্রী। দুই সদস্য নিয়ে গঠন করা হবে একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। যার দপ্তর থাকবে রাজধানী ত্রিপোলিতে। আর এই পুরো কাঠামোটি একটি দল হিসেবে কাজ করবে বলেও জানান জাতিসংঘের এই বিশেষ দূত।