সংসদ থেকে পদত্যাগের ঘোষণা লতিফ সিদ্দিকীর
Comments are closedসংসদ সদস্যপদ থকে পদত্যাগের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী। নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন,এ বিষয়ে বিতর্কের কিছু নেই,শুনানিরও প্রয়োজন নেই। তার বক্তব্য শুনে কমিশন দুই সপ্তাহ পর শুনানির রায় দেওয়ার ঘোষণা দেন।পরে সাংবাদিকদের কাছেও বিষয়টি জানান লতিফ সিদ্দিকী।শুনানিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা। গেল বছর নিউইয়র্কে একটি অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করার পর প্রথমেই মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেয় সরকার। এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করে দলটি। আর সবশেষ তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে দু’পক্ষকে নিয়ে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন।