সতর্ক সংকেতের অডিও প্রকাশ করেছে তুরস্ক
Comments are closedরুশ জঙ্গিবিমান ভূপাতিত করার আগে সংকেত দেওয়ার প্রমাণ হিসেবে সতর্ক সংকেতের অডিও প্রকাশ করেছে তুরস্ক। বুধবার রাতে দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা অডিওতে বলা হয়, ভূপাতিত করার আগে ওই জঙ্গিবিমানের পাইলটকে গতিপথ দক্ষিণে পরিবর্তন করতে সতর্ক করা হয়েছিল। তবে, ভূপাতিত হওয়ার পর বেঁচে যাওয়া পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিন সতর্ক সংকেত দেওয়া হয়নি বলে দাবি করে আসছেন। সেই সঙ্গে তিনি কোনোমতেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেননি বলে রাশিয়ার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন। এদিকে, সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী লাতাকিয়ায় ভূপাতিত যুদ্ধবিমানটি যে রাশিয়ার, তা তারা জানতো না বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। জানলে প্লেনটিকে ভূপাতিত নয়, উল্টো ‘সবধরনের সহায়তা’ দেওয়া হতো বলেও দাবি করেছে তুর্কি কর্তৃপক্ষ।