‘অর্থ লোপাটের ঘটনায় গডফাদারদের আড়াল করছে সরকার’
Comments are closedড. আতিউর রহমানের পদত্যাগের মাধ্যমে সরকার বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় গডফাদারদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে লুটতরাজ কায়েম করেছে বলেও অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, কাউন্সিলের জন্য নাট্যমঞ্চে নয় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিশন ও সোহরাওয়ার্দি উদ্যানের কিছু অংশ ব্যবহার করতে চায় বিএনপি।