সন্ত্রাসবাদ দমন আলোচনা গুরুত্ব পাবে সচিব পর্যায়ের বৈঠকে
Comments are closedঢাকায় আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে আঞ্চলিক সন্ত্রাসবাদ ও জঙ্গি দমন এবং সীমান্ত সংক্রান্ত আলোচনা গুরুত্ব পাবে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। আর ভারতের পক্ষে থাকবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি। সন্ত্রাস ও সীমান্ত সংক্রান্ত আলোচনা ছাড়াও এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশি হত্যা ও মাদক চোরাচালানসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।