সন্ত্রাসবিরোধী অভিযানে ফ্রান্সকে সামরিক সহায়তা দেবে ইইউ
Comments are closedসন্ত্রাসবিরোধী অভিযানে ফ্রান্স সরকারকে ইইউ সদস্যরাষ্ট্রগুলো সামরিক সহায়তা দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান। ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা ইউরোপের স্বাধীনতা ও মূল্যবোধের ওপর হামলা বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ফ্রান্স সরকার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন না আনলে জঙ্গি ইস্যুতে কোনও ধরনের তথ্য বিনিময় করবে না তার সরকার। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে গতকাল এ বিষয়ে একমত হন তারা।