সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থের যোগান ঠেকাতে বাংলাদেশের নেয়া পদক্ষেপে এজিপি’র সন্তোষ প্রকাশ
Comments are closedসন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থের যোগান ঠেকাতে বাংলাদেশের নেয়া পদক্ষেপে প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করেছে এশিয়ান প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং। সকালে ঐ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান একথা জানান। এসময় আইনসহ বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। এর আগে, ঢাকায় আসে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা মূল্যায়নে এশিয়া প্যাসিফিক গ্রুপের সাত সদস্যের একটি প্রতিনিধি দল । দলটি আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্থ লেনদেনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন তারা।