সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
Comments are closedসন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় সব রাষ্ট্রকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এসময় মানবসভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও শান্তি ও উন্নয়নের পথে এগুলোকে অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, গত দেড় দশকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি বড় অংশের বাস্তবায়ন হয়েছে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজিকে কেন্দ্র করে। এমডিজি বাস্তবায়নের সফলতা তাই নতুন উন্নয়ন পরিকল্পনা-এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।