সন্ধায় আর্সেনালের প্রতিপক্ষ এভারটন
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা পৌনে ৭টায় গুডিসন পার্কে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে এভারটন। অন্যম্যাচে, রাত ৯টায় লন্ডনের শেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা লেস্টার সিটি। দুটি খেলাই সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। এছাড়া, একই সময় স্ট্যামফোর্ড ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ওয়েস্টহাম ইউনাইটেড। এই খেলাটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস টু এর পর্দায়।