সবাইকে কর দেওয়ার আহবান শিল্পমন্ত্রীর
Comments are closedনিজেদের সমৃদ্ধির কথা বিবেচনায় সকল নাগরিককেই কর দেওয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে ঢাকা অফিসার্স ক্লাবে আয়কর মেলায় তিনি বলেন, সবাই ঠিকমতো কর দিলে, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ । সাত দিনের এই মেলায় রিটার্ন দাখিল, নতুন ই-টিআইএন নেওয়া, পুরনো করদাতাদের নতুন করে ই-টিআইএন করে দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করছেন আয়কর দাতারা।