সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করতে হবে: শিক্ষামন্ত্রী
Comments are closedসিলেটে কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলা, কুমিল্লায় তনু হত্যা ও রিসা হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেন, দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এরই ধারাবাহিকতায় দুদিনের কর্মসূচির ঘোষণা করেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৮ অক্টোবর বেলা ১১টা থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন পালন করা হবে। ২০ অক্টোবর স্থানীয়দের নিয়ে সভা অনুষ্ঠিত হবে, সে সভা থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে কমিটি গঠনের কথাও জানান মন্ত্রী।