সমতায় ফিরতে মরিয়া স্বাগতিক ইংল্যান্ড
Comments are closedসিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ানের পর্দায়। তৃতীয় দিন শেষে ৪৮৯ রানে এগিয়ে আছে ইংলিশরা। এর আগে প্রথম ইনিংসে ৫৮৯ রান করে ইনিংস ঘোষণা করে অ্যালিস্টার কুক বাহিনী। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে যায়। ফলে সফরকারীরা ফলোঅনে পড়লেও বিশাল লিড নিয়ে চালকের আসনে থেকে আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে ৯৮ রান। চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান ।