সমালোচনার মুখে হিলারি
Comments are closedমনিকা কাহিনীর পর আবারো সমালোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় পাঠানো কয়েক হাজার ইমেইল প্রকাশ করেছে মার্কিন সরকার। কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত কম্পিউটার সার্ভিসকে তিনি কী কী কাজে ব্যবহার করেছেন সেবিষয়ে তদন্তের অংশ হিসেবেই এসব প্রকাশ করা হয়েছে। হিলারী বলছেন, কোন গোপন তথ্য কোথাও পাঠাননি বা গ্রহণ করেন নি। তবে নিউ ইয়র্কের বাড়িতে থেকে ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করার সিদ্ধান্ত ভুল ছিলো। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। এর আগে ২০০৯ সাথে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন হিলারী।