সরকারি কর্মীদের গ্রেপ্তারে অনুমোদন লাগবে
Comments are closedসরকারি দায়িত্ব পালন সংক্রান্ত ফৌজদারি মামলায় অভিযোগপত্র হওয়ার আগে গ্রেপ্তারে সরকারের অনুমতি নেওয়ার বিধান রেখে আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে এছাড়াও আর্মি অ্যাক্ট ২০১৫, এয়ার ফোর্স অ্যাক্ট ২০১৫ এর খসড়ার চূড়ান্ত এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। এদিকে, আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না দপ্তরহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।