সরকারি শিল্প-কারখানাকে বেসরকারিকরণ নয় : প্রধানমন্ত্রী
Comments are closedকোনো সরকারি শিল্প-কারখানাকে আর বেসরকারিকরণ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের বৈঠকে একথা জানিয়ে বন্ধ থাকা কারখানাগুলোর অব্যবহৃত জমির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বোর্ড অব ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রাইভেটাইজেশন কমিশন বিলুপ্ত করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট’র সঙ্গে একীভূত করা হবে বলে বৈঠকে জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।