সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: প্রধানমন্ত্রী
Comments are closedসরকারি ও বেসরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পেতে বা এ ব্যাপারে কোন অভিযোগ দিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে তথ্য কমিশনের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিশনের বার্ষিক রিপোর্ট গ্রহণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য পেতে মানুষকে লেখার পরিবর্তে অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে হবে। প্রধান তথ্য কমিশনার মোহাম্মাদ ফারুক প্রধানমন্ত্রীর কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট পেশ করেন। এসময় প্রধানমন্ত্রী তথ্য কমিশনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় সব তথ্যের প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।