সরকার দলীয়করণে বিশ্বাস করে না: সৈয়দ আশরাফ
Comments are closedঈদ-উল-ফিতরের ছুটির পর সচিবালয়ে আজ অফিস করছেন বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার দলীয়করণে বিশ্বাস করে না। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই প্রশাসনে নিয়োগ-পদোন্নতি দেওয়া হবে। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশ প্রশাসনে বড় ধরণের কোনো দুর্ণীতি নেই। জনগণের সেবার জন্য পুলিশসহ সব বাহিনীর জনবল বাড়ানোর ঘোষণা দেন তিনি। সিলেটে শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবে আটক কামরুলকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান বলে জানান মন্ত্রী। এছাড়া, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অফিস করেন। সপ্তাহের শেষ নাগাদ সবগুলো দপ্তরে শতভাগ উপস্থিতির আশা করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. চৌধুরী কামাল আব্দুল নাসের।