সরাইলে তিতাস সেতুর দুই পাশে দীর্ঘ যানজট,যাত্রীদের দুর্ভোগ
Comments are closedব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কে সৃষ্ট এ যানজটের কারলে চরম দুর্ভোগ পড়েছেন যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য জানান,বৃষ্টি থাকায় নির্ধারিত সময় শুক্রবার রাত ১২টার মধ্যে বেইলি সেতু স্থাপন কাজ বিঘ্নিত হয়েছে। শনিবার ভোর চারটার দিকে কাজ শেষ হলে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সকাল সাড়ে সাতটার পর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়। এদিকে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম।