সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত সৈয়দ শামসুল হক
Comments are closedশেষ শ্রদ্ধায় সিক্ত হলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কবিকে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো ভক্ত-অনুরাগীর। বাংলা সাহিত্যের শক্তিমান এই লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন সরকারের একাধিক মন্ত্রী এবং সাংসদেরা। আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এরপর একে একে কবির প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ । শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজার পর তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির দাফন করা হবে।