সাংবাদিক প্রবীর সিকদার তিনদিনের রিমান্ডে
Comments are closedতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ফরিদপুরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে যাওয়ার পর তাকে কোতোয়ালি থানায় রাখা হয়। ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাটি দায়ের করেছেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা ও এপিপি অ্যাডভোকেট স্বপন কুমার পাল।