সাংবাদিক হত্যার অভিযুক্ত ব্যক্তির আত্মহত্যা
Comments are closedযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরাসরি সম্প্রচারের সময় দুই টেলিভিশন সাংবাদিককে গুলি করে হত্যার অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। নিহত দুই টিভি সাংবাদিক ডব্লিউ ডি বি জে ৭ নামের একটি চ্যানেলে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, হামলার ঘটনার সন্দেহভাজন আততায়ী ভেস্টার লি ফ্লানাগান নিজেও ওই চ্যানেলের একজন সাবেক রিপোর্টার। হামলার পর পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালালে তিনি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তার গাড়ি ধাওয়া করলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।