সাংসদের পর এবার উপমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক
Comments are closedলেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। টিউলিপের এ মনোনয়নের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত লেবার নেতা জেরিমি করভিন এমপি। এর আগে লেবার পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ রেহানা তনয়া টিউলিপ।