সাউথ ক্যারোলাইনায় হিলারির জয়
Comments are closedযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সাউথ ক্যারোলাইনায় বড় ধরনের জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। সাউথ ক্যারোলিনায় হিলারি পেয়েছেন ৭৩ দশমিক ৫ শতাংশ এবং স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, মূলত আফ্রিকান আমেরিকানদের সমর্থনেই প্রত্যাশিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। মনোনয়ন দৌড়ে তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডারস ভোটের ফল গ্রহণ করে হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে জয়লাভের পর দেয়া ভাষণে প্রতিটি ভোটের জন্যে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন হিলারি । এসময় তিনি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেও তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেন। স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত ভোটের ফলাফল রাতেই প্রকাশ করা হয় বলে জানায় বার্তা সংস্থা বিবিসি।