সাকা’র মৃত্যুদণ্ড বহাল
Comments are closedমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যে ৪টি অভিযোগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল আপিলের রায়ে হুবহু সেটাই বহাল রয়েছে। সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় জানিয়ে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের রাউজানের উনসত্তরপাড়ায় ৫০ জনকে গণহত্যা, সুলতানপুর গ্রামে গণহত্যা, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা এবং চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজ্জাফর আহমেদ এবং তার ছেলেকে হত্যা এই চারটি অভিযোগে ২০১৩ সালের ১লা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত সেই আদেশই বহাল রাখেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার ৫টি আপিল আবেদন নিষ্পত্তি করলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।