সাগরে বিধ্বস্ত যুদ্ধবিমান,নিখোঁজ পাইলট
Comments are closedপ্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বিমান এফ-সেভেন এমবি ফোর ওয়ান সিক্সের ধ্বংসাবশেষের অংশ বিশেষ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। বঙ্গোপসাগরের তলদেশে বিধস্ত বিমানটির ধ্বংসাবশেষের তিনটি অংশের সন্ধান মেলে। তবে নিখোঁজ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে বঙ্গোপসাগরে দুর্ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান চালাচ্ছে নৌ বাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। সাড়ে ১১ টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।