সাঙ্গাকারার বিদায় ম্যাচে হারল শ্রীলঙ্কা
Comments are closedবিদায়ী ম্যাচটা সুখকর হল না শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার জন্য। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ২৭৮ রানে হেরেছে স্বাগতিকরা। ৪১৩ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে আগের দিন ২ উইকেট হারানো লঙ্কানরা শেষ দিনে অলআউট হয় মাত্র ১৩৪ রানে। প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় বার ১৮ রান করেন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা।