সাতক্ষীরায় জমি নিয়ে বিবাদে নিহত ২
Comments are closedসাতক্ষীরার কালীগঞ্জে জমি দখলকারী ও ভূমিহীনদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। কালিগঞ্জ থানার উপপরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, ভোরে উপজেলার চিংড়াখালি ভূমিহীন জনপদে জমি দখল করার জন্য প্রায় ৬০জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ভূমিহীনরা আশরাফ মীর,ইসহাক ও আবু বকর নামে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আশরাফ ও ইসহাক মারা যায়।